f

Get in on this viral marvel and start spreading that buzz! Buzzy was made for all up and coming modern publishers & magazines!

Fb. In. Tw.

পোষ্য যখন আপনার মতো স্বপ্ন দেখে

জেনে রাখুন স্বপ্ন শুধু আপনিই দেখেন না, আপনার প্রিয় কুকুর ছানাটিও দিব্যি আপনারই মতো স্বপ্ন দেখে।
কী করে বোঝা গেল তারা স্বপ্ন দেখে? আর কী নিয়েই বা স্বপ্ন দেখে? সেটাই এ বারের আলোচনার বিষয়।
সত্যি কথা বলতে কী, শুধু কুকুর নয়, আরও অনেক প্রাণীরই ‘স্লিপ সাইকেল’ থাকে। এই সাইকেল-এ থাকে জাগ্রত পর্ব বা ওয়েকফুলনেস। তারপরে র৵াপিড আই মুভমেন্ট (আরইএম) স্লিপ এবং নন-র৵াপিড-আই-মুভমেন্ট স্লিপ। এই তিনটি পর্যায়ের মধ্যে আরইএম স্লিপ পর্যায়েই সবচেয়ে বেশি স্বপ্ন দেখে কুকুর। এবং মনে করা হয়, এই সময়েই শরীর সমস্ত স্মৃতিকে প্রসেস করে। বৈজ্ঞানিকরা এই প্রতিটি সাইকেল এবং সেই সময় মস্তিষ্কের কার্যকলাপ বিশেষ যন্ত্রপাতি দিয়ে পর্যবেক্ষণ করতে পারেন।
একদল ইঁদুরকে খাঁচায় পুরে এমন একটা পরীক্ষা করে দেখা গিয়েছে তারা রাতের বেলায় ওই খাঁচার স্বপ্নই দেখে।
এমআইটি-র গবেষকরা বলেছেন বিশেষ করে কুকুরদের স্বপ্ন খুবই জটিল প্রকৃতির। আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন-এর মতে একটি বড় কুকুর দিনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটায়। বাচ্চা কুকুর, বয়স্ক কুকুর আর বড় প্রজাতির কুকুরের ঘুমের পরিমাণ সবচেয়ে বেশি। কী স্বপ্ন দেখতে পারে একটি কুকুর? দেখা গিয়েছে, বাচ্চা কুকুর আর বয়স্ক কুকুর তাদের ঘুমের মধ্যে, বিশেষ করে ঘুমের আরইএম পর্যায়ে দাঁত চিবোয় এবং প্রায়শই নড়াচড়া করে। গবেষকরা বলেছেন, মানব শিশু এবং বয়স্ক মানুষের ঘুমের মধ্যে আচরণ ঠিক এই রকমই। বিশেষ করে আরইএম পর্যায়ে মানুষের চোখের মণির নড়াচড়া যেমন হয়, কুকুরদেরও তেমন হয়। চোখের মণি এবং শরীরের নড়াচড়া দেখেই বোঝা যায় কুকুর আমাদের মতোই স্বপ্ন দেখে।
এখন কী দেখে কুকুর? বৈজ্ঞানিকরা বলেন, ‘কুকুরদের স্বপ্ন কুকুরদের মতোই। যদিও তাদের ড্রিম প্যাটার্ন হুবহু মানুষের মতো।’
মানব শিশুর মতোই বাচ্চা কুকুরও বড় কুকুরদের তুলনায় স্বপ্ন দেখে বেশি। কিন্তু বাচ্চাদের স্বপ্নের স্থায়িত্ব অনেক কম। বড় কুকুররা কম দেখলেও লম্বা স্বপ্ন দেখে।
গবেষকরা জানাচ্ছেন, ‘ধরে নেওয়া যেতে পারে সারা দিন একটা কুকুর যে যে ভাবে ব্যস্ত থাকে, তার স্বপ্নের জগতও ঠিক সেটাই। একটা ল্যাব্রাডর কুকুর টেনিস বল তাড়া করার স্বপ্ন যদি দেখে, তাহলে একটি পাগ জাতীয় কুকুর যে সেই স্বপ্ন দেখবে না বলাই বাহুল্য।’
এখন প্রশ্ন উঠবে তাহলে কুকুর কি দুঃস্বপ্নও দেখে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, মানুষ যখন দুঃস্বপ্ন দেখে, তখন কুকুরও দেখতেই পারে। আপনি যখন কোনও দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন, তখন আপনার সঙ্গে সঙ্গে বুঝতে অসুবিধে হয় আপনি কোথায় আছেন। কুকুরদের ক্ষেত্রেও এটা হতে পারে। তাই দুঃস্বপ্ন থেকে জাগিয়ে তোলা কুকুর কিন্তু মারাত্মক। সে মালিককে কামড়েও দিতে পারে। তার গায়ে হাত দেওয়ার আগে তাই কিছুটা সময় নিন। কথায় আছে, ‘শুয়ে থাকা কুকুরকে শুয়ে থাকতে দাও।’
আপনার কুকুর স্বপ্ন দেখছে কিনা জানার জন্য তার আরইএম স্লিপ পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা শুরু হয় ঘুমিয়ে পড়ার ২০ মিনিট পর আর। এর স্থায়িত্ব তিন মিনিট।
আগেও বলেছি আপনার পোষ্য সারাদিন ঠিক যে যে কাজে ব্যস্ত থাকে, স্বপ্নেও সে ওই একই কাজ করে। হয় সে কিছু একটা তাড়া করছে, বা খেলছে। তবে গবেষকরা নিশ্চিত নন।

Post tags:
Post a Comment
By clicking on Register, you accept T&C
X
X
X