f

Get in on this viral marvel and start spreading that buzz! Buzzy was made for all up and coming modern publishers & magazines!

Fb. In. Tw.

কোন প্রজাতির কুকুর পোষ্য হিসেবে সেরা

অনেকেই কুকুর পুষতে চান, কিন্ত বুঝে উঠতে পারেন না ফ্যামিলি ডগ হিসেবে কোন ব্রিডের কুকুর সেরা। বাড়িতে বাচ্চা থাকলে কি সব প্রজাতির কুকুর পোষা যাবে? এই সব কিছু মাথায় রেখেই একটা তালিকা তৈরি করা যেতে পারে। নানা দিক বিবেচনা করে দেখার ব্যাপার থাকে বাড়িতে পোষ্য নিয়ে আসার আগে। তাই দেখে নিন আপনার জন্য কোন ব্রিডের সারমেয় সেরা।

নীচে খুব জনপ্রিয় ছয় প্রজাতির কুকুরের এক নজরে কিছু জরুরি তথ্য দেওয়া হল। সেটা দেখে বেছে নিন কোন প্রজাতির কুকুর আপনি পুষবেন।

এই আলোচনায় ঢোকার আগে প্রত্যেককেই জেনে নিতে হবে বাড়িতে কুকুরের বাচ্চা নিয়ে আসার আগে কোন কোন দিকে নজর দিতে হবে। কারণ বেশ কিছু সিদ্ধান্ত আগে থেকেই নিতে হবে। বুঝে নিন আপনি কি রোজ যথেষ্ট সময় দিতে পারবেন আপনার পোষ্যের জন্য? কুকুর যদি বাচ্চা হয় তাহলে সেই সময়ের পরিমাণ অনেক বেশি। একটা বাচ্চা কুকুরকে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হয়। খাওয়ার পরেই তাকে নিয়ে বাইরে যেতে হবে যাতে সে হালকা হতে পারে। বিশেষ করে বাচ্চা কুকুর বেশি দুর্ঘটনায় পড়ে। সেদিকে নজর দিতে হবে আপনাকেই। রাতের বেলায় বেশ কয়েকবার ও আপনার ঘুম ভাঙিয়ে দিতে পারে। কারণ ও চায় বাইরে যেতে। অথবা একঘেয়ে লাগতে পারে। বাচ্চা কুকুর বাড়িতে একা বেশিক্ষণ থাকতে পারে না। ফলে আপনাকেই বাড়িতে থাকতে হবে। এই সব করতে না পারলে কুকুর পুষবেন না। আর যদি পারেন, তাহলে বেছে নিন কোন কুকুর পুষবেন (পাশের বক্স দেখুন)।

এ ছাড়া স্প্যানিয়েল, পুডল বা বক্সার প্রজাতির কুকুরও ফ্যামিলি ডগ হিসেবে যথেষ্ট জনপ্রিয়।

ল্যাব্রাডর রিট্রিভার

n ব্যক্তিত্ব: বন্ধু মনোভাবাপন্ন। খেলতে পারে সবার সঙ্গে।

n এনার্জি লেভেল: খুবই কর্মক্ষম।

n বাচ্চাদের সঙ্গে সম্পর্ক: খুব ভালো।

n প্রশিক্ষণ: মালিককে খুশি রাখতে আগ্রহী।

n গ্রুমিং/শেডিং: সপ্তাহে একদিন ব্রাশ করতে হবে।

নিয়মিত লোম ঝরে পড়ে।

n কতদিন বাঁচবে: ১০-১২ বছর।

n চেঁচায় কেমন: খুব উচ্চকিত নয়।

 

বুলডগ

n ব্যক্তিত্ব: শান্ত কিন্তু সাহসী। বন্ধু মনোভাবের।

n এনার্জি লেভেল: খুব বেশি সক্রিয় নয়। এদের রোজ হাঁটানো দরকার।

n বাচ্চাদের সঙ্গে সম্পর্ক: ভালো।

n গ্রুমিং/শেডিং : সপ্তাহে একবার ব্রাশ করলেই হবে।

বছরে একবার লোম পড়ে।

n কতদিন বাঁচবে: ৮-১০ বছর।

n চেঁচায় কেমন: খুব কম।

 

গোল্ডেন রিট্রিভার

n ব্যক্তিত্ব: খুবই বুদ্ধিমান, বন্ধুবৎসল এবং মালিকের প্রতি নিবেদিত।

n এনার্জি লেভেল: খুবই সক্রিয় এবং অত্যন্ত এনার্জেটিক। রোজ ব্যায়াম করাতে হবে।

n বাচ্চাদের সঙ্গে সম্পর্ক: ভালো।

n গ্রুমিং/শেডিং: মাঝে মধ্যে লোম আঁচড়ালেই চলবে।

বছরে একবার লোম পড়বে।

n কতদিন বাঁচবে: ১০-১২ বছর।

n চেঁচায় কেমন: দরকার না পড়লে চেঁচায় না।

বিগল

n ব্যক্তিত্ব : মজাদার, বন্ধু মনোভাবাপন্ন এবং কৌতূহলী।

n এনার্জি লেভেল: খুবই সক্রিয়, খুব বেশি

ব্যয়াম করানো দরকার।

n বাচ্চাদের সঙ্গে সম্পর্ক: ভালো।

n গ্রুমিং/শেডিং: সপ্তাহে একবার/বছরে একবার।

n কতদিন বাঁচবে: ১০-১৫ বছর।

n চেঁচায় কেমন: ডাকতে ভালোবাসে, তবে উচ্চকিত নয়।

 

পাগ

n ব্যক্তিত্ব: চমৎকার। একটু দুষ্টু এবং ভালোবাসা প্রিয়।

n এনার্জি লেভেল: স্বাভাবিক এনার্জির। এমনিতে তেমন অ্যাথলেটিক নয়। এদের পা খুবই শক্ত। কিন্তু অসীম কৌতূহলী। নিয়মিত ব্যায়াম করাতে হবে।

n বাচ্চাদের সঙ্গে সম্পর্ক: চোখে চোখে রাখলে ভালো।

n গ্রুমিং/শেডিং: সপ্তাহে একবার ব্রাশিং করাতে হবে/ নিয়মিত লোম পড়ে।

 

Post tags:
Post a Comment
By clicking on Register, you accept T&C
X
X
X